বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

‘উল্লু’, ‘অল্ট’-সহ ২৪ অ্যাপ নিষিদ্ধ, সরকারের সিদ্ধান্তে খুশি কঙ্গনা

কিছু ভারতীয় ওটিটি অ্যাপে দীর্ঘদিন ধরেই ‘সফট পর্ন’ জাতীয় কনটেন্ট এবং অশালীন বিজ্ঞাপন প্রকাশিত হচ্ছিল বলে অভিযোগ উঠছিল। দর্শকদের উপর, বিশেষ করে তরুণ প্রজন্মের উপর, এর নেতিবাচক প্রভাব পড়ছে— এমন অভিযোগের ভিত্তিতেই সরকার এই প্ল্যাটফর্মগুলো নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: অশ্লীল ও কুরুচিকর কনটেন্ট ছড়ানোর অভিযোগে সম্প্রতি ২৪টি ওটিটি প্ল্যাটফর্ম ও অ্যাপ নিষিদ্ধ করেছে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সরকারের এই কঠোর সিদ্ধান্তকে ‘সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করে পূর্ণ সমর্থন জানিয়েছেন অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা রানাওয়াত। তিনি মনে করেন, দেশের সংস্কৃতি ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে এই পদক্ষেপ আরও আগেই নেওয়া প্রয়োজন ছিল।

কিছু ভারতীয় ওটিটি অ্যাপে দীর্ঘদিন ধরেই ‘সফট পর্ন’ জাতীয় কনটেন্ট এবং অশালীন বিজ্ঞাপন প্রকাশিত হচ্ছিল বলে অভিযোগ উঠছিল। দর্শকদের উপর, বিশেষ করে তরুণ প্রজন্মের উপর, এর নেতিবাচক প্রভাব পড়ছে— এমন অভিযোগের ভিত্তিতেই সরকার এই প্ল্যাটফর্মগুলো নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। নিষিদ্ধ হওয়া অ্যাপগুলোর তালিকায় রয়েছে— ‘অল্ট’, ‘উল্লু’, ‘বিগ শটস অ্যাপ’, ‘দেশিফ্লিক্স’-এর মতো পরিচিত কিছু নাম।

ভারত সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে কঙ্গনা রানাওয়াত বলেন, “আমাদের দেশের সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ আর ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে এই ধরনের পদক্ষেপ বহু আগেই নেওয়া উচিত ছিল। আমি সরকারের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানাচ্ছি।” তিনি আরও যোগ করেন, “অবৈধ কনটেন্ট ছড়ানো এই মাধ্যমগুলোর বিরুদ্ধে এমন ব্যবস্থা সত্যিই প্রশংসনীয়।”

এই ঘটনায় স্পষ্ট যে, ডিজিটাল প্ল্যাটফর্মে কন্টেন্টের উপর নজরদারি এবং নিয়ন্ত্রণের বিষয়ে ভারত সরকার এখন আগের চেয়ে অনেক বেশি কঠোর অবস্থানে যাচ্ছে, যা কঙ্গনার মতো অনেক তারকারই সমর্থন পাচ্ছে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0