বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

১ বলে ২২ রান, সাকিবদের লিগে অবিশ্বাস্য ঘটনা!

গতকাল (মঙ্গলবার) লিগের ১৩তম ম্যাচে মুখোমুখি হয়েছিল গায়ানা অ্যামাজন ও সেন্ট লুসিয়া।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ১টি বল থেকেই এলো ২২ রান! অবিশ্বাস্য হলেও এমন ঘটনাই ঘটল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স বনাম সেন্ট লুসিয়া কিংসের ম্যাচে। ওশানে থমাসের দিকভ্রান্ত বোলিংয়ের সামনে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন রোমারিও শেফার্ড।

গতকাল (মঙ্গলবার) লিগের ১৩তম ম্যাচে মুখোমুখি হয়েছিল গায়ানা অ্যামাজন ও সেন্ট লুসিয়া। সেন্ট লুসিয়ার শেফার্ড পাঁচটি চার এবং সাতটি ছয়ের সাহায্যে ৩৪ বলে ৭৩ রান করেন।

সাতটি ছয়ের মধ্যে তিনটি ছয় এসেছে একই ওভারে। প্রতিটিই ‘ফ্রি হিট’ থেকে। ম্যাচের ১৫তম ওভারে বল করতে এসেছিলেন ওশানে থমাস। তৃতীয় ডেলিভারিটি তিনি ‘নো বল’ করেন। সেই বল থেকে শেফার্ড কোনও রান করতে পারেননি। ‘ফ্রি হিট’ থেকে ছয় মারেন। তবে সেই বলটিও ‘নো’ হয়।

আবার একটি ‘ফ্রি হিট’ এবং আরও একটি ছয় মারেন শেফার্ড। ‘ফ্রি হিট’-এর তৃতীয় বলটিও ‘নো’ হয়। সেই বলেও ছক্কা হাঁকান শেফার্ড। প্রতি বারই থমাসের পা ক্রিজের বাইরে পড়ায় আম্পায়ার ‘নো বল’ দিয়েছেন। ফলে তিনটি ছয়ের মধ্যে মাত্র একটিই বৈধ বল ছিল। ১টি বৈধ বল থেকেই আসে রেকর্ড ২২ রান! বলটি তিনি শেষ করেছেন এভাবে নো, ওয়াইড, নো ৬, নো ৬, ৬।

১৫তম সেই ওভারে ওশানে থমাস দেন ৩৩ রান। শেষ পর্যন্ত গায়ানা পায় ৬ উইকেটে ২০২ রানের পুঁজি। শেফার্ড অপরাজিত থাকেন ৩৪ বলে ৭৩ রানে। তারপরও ম্যাচটা জিততে পারেনি গায়ানা। ১১ বল হাতে রেখে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সেন্ট লুসিয়া।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0