বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

কুমিল্লায় মহড়ার প্রস্তুতিকাল দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২১ সদস্য গ্রেপ্তার

আটককৃত কিশোর গ্যাং সদস্যরা সবাই কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।

ছবি-সংগৃহীত

জেলা প্রতিনিধি

কুমিল্লা: দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে নগরজুড়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে কুমিল্লা নগরীতে কিশোর গ্যাংয়ের ২১ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, চাইনিজ কুড়াল, হকিস্টিক, লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে কুমিল্লার নগরীর কেটিসিসিএ লিমিটেডের মাঠ থেকে মহড়ার প্রস্তুতির সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— কিশোর গ্যাং সদস্য রাকিব হোসেন সামির (১৯), সাইফুল ইসলাম মিজান (২১), ফাহিম (১৬), শাওন (১৭), ইমন (১৮), সিফাত (১৭), রানা (১৮), জাহিদুল ইসলাম রাকিব (২১), নাজমুল হাসান তুষার (১৮), শিমুল (১৭), জিহাদ (১৫), আসাদুল (১৬), সাকিব আল হাসান (১৭), নাইমুল (১৫), ইব্রাহিম জোবায়ের (১৬), রাসেল (১৯), সাহেদ হোসেন হৃদয় (১৭), সাকিব আল হাসান নীরব (১৬), রাব্বি (১৬), সম্রাট (১৭) এবং সাইমন (১৮)। 

কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ২২ আগস্ট অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দুই নেতাসহ ২৭ জনকে আটক করা হয়। শুক্রবার বিকেলে নগরীতে মহড়া দিতে পূর্ব ঘোষণা দিয়েই সেখানে জমায়েত হয় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২১ জনকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত কিশোর গ্যাং সদস্যরা সবাই কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।

ওসি মাহিনুল ইসলাম বলেন, আটক কিশোর গ্যাং সদস্যরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হবে তাদের। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

বাংলাফ্লো/এইচএম  

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0