বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

পর্যটনকেন্দ্র উৎমাছড়া থেকে লুট হওয়া ২ লাখ ঘনফুট পাথর জব্দ

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হকের নেতৃত্বে উৎমা বিওপির একটি টহল দল সেখানকার আদর্শগ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি,

সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) পর্যটনকেন্দ্র উৎমাছড়া এলাকা থেকে পাচারের উদ্দেশ্যে মজুত করা দুই লাখ ঘনফুট পাথর জব্দ করেছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হকের নেতৃত্বে উৎমা বিওপির একটি টহল দল সেখানকার আদর্শগ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, ৪৮ বিজিবির উৎমা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত সংলগ্ন উৎমাছড়া এলাকা প্রাকৃতিকভাবে বালু ও পাথরে সমৃদ্ধ এবং পর্যটন এলাকা হিসেবে সুপরিচিত। গত কয়েক বছর ধরে স্থানীয় কিছু অসাধু চক্র উৎমাছড়া থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে আদর্শপাড়া গ্রামের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে মজুত করে আসছে। তবে সীমান্তবর্তী এলাকায় বিজিবির কঠোর নজরদারি, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং স্থানীয় অসাধু চক্রের অন্তর্দ্বন্দ্বের কারণে তারা মজুত করা পাথর দেশের বিভিন্ন স্থানে পাচার করতে ব্যর্থ হয়।

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইব্রাহিম ইকবাল চৌধুরী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0