স্পোর্টস ডেস্ক
ঢাকা: ২৮৬ রান তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়েছে বাংলাদেশ। ৬ বলের মধ্যে ফিরেছেন ওপেনার তানজিদ তামিম এবং তিনে নামা নাজমুল শান্ত। এর মধ্যে দুর্দান্ত এক ইয়র্কারে তানজিদের স্টাম্প গুঁড়িয়ে দিয়েছেন আসিথা ফার্নান্দো। এরপর দুশমন্ত চামিরার বলে স্টাম্প বাঁচাতে পারেননি শান্ত।
২০ রানের মধ্যে ২ উইকেট খুইয়ে এখন বেশ বিপাকেই পড়েছে মেহেদী মিরাজের দল।
ওপেনার পারভেজ ইমনকে সঙ্গ দিতে এখন ক্রিজে এসেছেন তাওহীদ হৃদয়। তবে লংকান পেসারদের আগুনে বোলিংয়ে তারাও স্বস্তিতে নেই। কখনো ব্যাটের ভেতরের অংশে বল লেগে স্টাম্পের পাশ ঘেঁষে বল পেরিয়ে যাচ্ছে তো কখনো আবার ব্যাটের কানায় লেগে কিপার এবং স্লিপ ফিল্ডারকে ফাঁকি দিয়ে বল চলে যাচ্ছে সীমানার ওপারে।
এর আগে পাল্লেকেলেতে টস জিতে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিসের সেঞ্চুরি এবং চারিথ আসালাঙ্কার ফিফটিতে ৭ উইকেটে ২৮৫ রান সংগ্রহ করে শ্রীলংকা। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডের একটি করে জিতেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আজকের ম্যাচটি তাই অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0