বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

দেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেফতার আরও ১৬০৭ জন

মঙ্গলবার (০৮জুলাই) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

ছবি: বাংলাফ্লো

বাংলাফ্লো প্রতিনিধি,

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ৯৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন আরও ৬১০ জন।

মঙ্গলবার (০৮জুলাই) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৯৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৬১০ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৬০৭ জনকে।

অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে, একটি দেশীয় রিভলবার, একটি একনলা দেশীয় পিস্তল, একটি চায়না পিস্তল, একটি ম্যাগজিন, দুটি দেশীয় তৈরি ওয়ান শ্যুটারগান, ১৭ রাউন্ড গুলি, একটি পুরোনো স্টিলের পিস্তল, একটি খোসা, দুটি চাপাতি ও একটি ছোরা।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0