বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

নোয়াখালীতে অগ্নিকাণ্ডে ১৫ প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি ৩০ কোটি

নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি কারখানাসহ অন্তত ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি কারখানাসহ অন্তত ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, এতে প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়দের তৎপরতা ও ফায়ার সার্ভিসের দীর্ঘ সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও বাজারজুড়ে ক্ষয়ক্ষতির চিত্র ছিল ভয়াবহ।

শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে একটি আসবাবপত্র তৈরির কারখানা থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে সেনবাগ, চৌমুহনী ও মাইজদী থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর রোববার (১০ আগস্ট) সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও বাজারের ব্যবসায়ীরা জানান, সেবারহাট বাজারে ফেনী-নোয়াখালী মহাসড়কের পাশের ওই আসবাবপত্র কারখানা থেকেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানপাটে। এতে অন্তত ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, আগুন দেখে স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের শত শত মানুষ নেভানোর চেষ্টা করেন। রাত পৌনে ১টার দিকে সেনবাগ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট পৌঁছে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বাড়ায় বেগমগঞ্জের চৌমুহনী ও জেলা শহর মাইজদী থেকে আরও তিনটি ইউনিট যোগ দেয়। সকাল ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

সেবারহাট বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. বাহার উল্যাহ বলেন, আগুনে আসবাবপত্র তৈরির কারখানা, মেশিনারিজ সামগ্রী, থাই অ্যালুমিনিয়াম পণ্য বিক্রির দোকানসহ কমপক্ষে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। ব্যবসায়ীদের ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের সেনবাগ স্টেশনের পরিদর্শক বিল্লাল হোসেন বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী আসবাবপত্র তৈরির কারখানার বয়লার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত ছাড়া প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিত করে বলা যাচ্ছে না।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ বলেন, তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় বহু জানমাল রক্ষা পেয়েছে। তদন্ত শেষে বাকিটা বলা যাবে।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0