রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে নিহত ১

স্থানীয় বাসিন্দারা পাহারা দিচ্ছিলেন। তাঁরা ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে ধাওয়া করেন। ধাওয়ার এক পর্যায়ে, হায়দার ইসলাম এবং আলামিন নামে দুজনকে জনতা আটক করে এবং বেধড়ক মারধর করে।

ছবি-সংগৃহীত

জেলা প্রতিনিধি

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার নয়াপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে, স্থানীয়দের গণপিটুনিতে হায়দার ইসলাম (৫১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আলামিন (২৫) নামে আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে, নয়াপাড়া এলাকায় ৭-৮ জনের একটি দল ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। সম্প্রতি এলাকায় একাধিক ডাকাতির ঘটনা ঘটায়, স্থানীয় বাসিন্দারা পাহারা দিচ্ছিলেন। তাঁরা ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে ধাওয়া করেন।

ধাওয়ার এক পর্যায়ে, হায়দার ইসলাম এবং আলামিন নামে দুজনকে জনতা আটক করে এবং বেধড়ক মারধর করে।

খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হায়দার ইসলামকে মৃত ঘোষণা করেন।

জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, “নয়াপাড়া এলাকায় ডাকাতি করতে এলে স্থানীয় লোকজন দুইজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে একজন নিহত হন। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।”

তিনি আরও জানান, নিহত হায়দার ইসলামের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0