শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

সুনামগঞ্জে ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১

উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। এতে সংঘর্ষের সময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি,

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। এতে সংঘর্ষের সময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, দীর্ঘ দিন ধরে লক্ষ্মীপুর ইউনিয়নের সদস্য কামরুল ও আব্দুল মতিনের লোকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে গত ১২ আগস্ট দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছিল।

পরবর্তীতে সেটা দু’পক্ষ মিলে সমঝোতা করে। এর জেরে আজ আবারও দুপুরে ইউপি সদস্য কামরুল ও আব্দুল মতিন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সংঘর্ষে কামরুল গ্রুপের সেজাউল ইসলাম নামের একজন গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয়রা জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায় এবং গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0