বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানের পথে অন্যতম বড় বাধা আরাকান আর্মি। আর তাই রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে নতুন সংকটে আছে বাংলাদেশ। বাংলাদেশের জন্য এটি নতুন এক বাস্তবতা।
শুক্রবার (১৮ এপ্রিল) ফরেন সার্ভিস দিবস উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকট সমাধানের পথে বড় সমস্যা আরাকান আর্মি। বিদ্রোহী গোষ্ঠীটি রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান না হওয়ায় তাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় যাওয়া যাচ্ছে না। আবার তাদের এড়িয়েও এ সংকট সমাধান সম্ভব নয়।
তবে জাতীয় স্বার্থে অরাষ্ট্র প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনায় বসা যেতে পারে বলে মনে করেন তিনি।
সম্প্রতি দুই মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফরে ট্যারিফ বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।
মো. তৌহিদ হোসেন জানান, মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে বাংলাদেশের ওপর মিথ্যা অভিযোগের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে লিখিত প্রতিবাদ জানানো হয়েছে ইতোমধ্যেই।
পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সঙ্গে কী আলাপ হয়েছে, জানতে চাইলে মো. তৌহিদ হোসেন জানান, এ বিষয়ে কোনো আলাপ তিনি করবেন না। কারণ, এফওসি সম্পর্কে সচিব কথা বলেছেন। তারও অবস্থান একই।
পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে শুধু সৌজন্য সাক্ষাৎ হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।
মো. তৌহিদ হোসেন বলেন, বিদেশে যাওয়া কর্মীদের ৮০ ভাগ সমস্যা ঢাকা থেকে তৈরি। বাকি ২০ ভাগ বিদেশে গিয়ে সৃষ্টি হয়।
এ দিন ফরেন সার্ভিস ডে উপলক্ষে ১৯৭১ সালের ১৮ এপ্রিল সাবেক রাষ্ট্রদূত হোসেন আলীর নেতৃত্বে আন্তর্জাতিক কূটনীতিক পাড়ায় বাংলাদেশ মিশনের যাত্রা শুরুর বিষয়টি তুলে ধরেন উপদেষ্টা তৌহিদ হোসেন।
বাংলাফ্লো/এসবি
Comments 0