বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে এর বেশ কয়েকটি ধারাকে ইসলামবিরোধী আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুধুমাত্র প্রতিবেদনই নয়, পুরো কমিশনই বাতিলের দাবিও জানিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ।
এই দাবিসহ মোট পাঁচটি দাবিতে আগামী ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম।
রোববার (২০ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) দলটির কেন্দ্রীয় মজলিসের আমেলা অনুষ্ঠিত হয়।
পরে এক প্রেস ব্রিফিংয়ে মহাসমাবেশের কথা জানান দলটির মহাসচিব মাওলানা সাজিদুর রহমান।
বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী। মাওলানা মামুনুল হকসহ হেফাজতের কেন্দ্রীয় নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩ মে শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সারাদেশ থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেবেন।
হেফাজতে ইসলামের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে-
১. ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও গণহত্যার বিচার।
২. বহুত্ববাদের পরিবর্তে সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল।
৩. নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ও কমিশন বাতিল।
৪. ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতকরণে উদ্যোগ ও ওয়াকফ আইন বাতিল।
৫. ফিলিস্তিন দখলদার মুক্ত করার উদ্যোগ গ্রহণ করা।
বাংলাফ্লো/এসবি
Comments 0