বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক কামাল হোসেন শেখকে (৬২) ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) দিবাগত মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ভাষানটেক এলাকায় অভিযান চালিয়ে কোটালীপাড়ার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক কামাল হোসেন শেখকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি জানিয়েছে, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় বিভিন্ন থানায় কামাল হোসেনের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।
বাংলাফ্লো/এসএস
Comments 0