বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কারণে বিচার বিভাগে দ্বৈত শাসন চলছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের সংস্কার রাজনৈতিক সদিচ্ছার ওপরেও নির্ভর করে। স্বাধীন ও কার্যকর বিচার ব্যবস্থা গঠনে অন্তর্বর্তী সরকারেরস সামনে যে সুযোগ তৈরি হয়েছে তা নষ্ট করা ঠিক হবে না।
প্রসঙ্গত, সংবিধানের ১১৬ অনুচ্ছেদে অধস্তন আদালতসমূহের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা প্রসঙ্গে বলা আছে, বিচার-কর্মবিভাগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচার বিভাগীয় দায়িত্বপালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি ও ছুটি মঞ্জুরসহ) ও শৃঙ্খলাবিধান রাষ্ট্রপতির ওপর ন্যস্ত থাকবে। সুপ্রীম কোর্টের সাথে পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক তাহা প্রযুক্ত হবে।
বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী, সাবেক অ্যাটর্নি জেনারেল ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমদ (১৯৩২-২০০৩)-এর স্মরণে এ বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। মাসদার হোসেন মামলা: ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমদের শেষ লড়াই এবং জুলাই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে নতুন ভাবনা শিরোনামে এ আলোচনা সভার আয়োজন।
ইশতিয়াক সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশের প্রধান বিচারপতি জাস্টিস সৈয়দ রেফাত আহমদ। আলোচনায় অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ. এম. মাহবুব উদ্দিন খোকন, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী, নিহাদ কবির ও মোস্তাফিজুর রহমান খান।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংবিধান গবেষক ও আপিল বিভাগের অ্যাডভোকেট অরিফ খান। অনুষ্ঠানটি পরিচালনায় করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম।
বাংলাফ্লো/এনআর
Comments 0